
বঙ্গবন্ধু ও বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমানুল্লাহ আমানের বই প্রকাশ করছেন। এবারের একুশে বইমেলায় 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ ছাত্রলীগ' শিরোনামের ওই ইতিহাস গ্রন্থটি প্রকাশ হয়েছে। ছাত্রলীগের জন্ম, তিলে তিলে বেড়ে উঠার পথ পরিক্রমা নিয়ে গ্রন্থটির ২য় খণ্ড দাঁড় করিয়েছেন তিনি। ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সালে ছাত্রলীগের উত্থান পতনের ইতিহাস স্থান পেয়েছে বইটিতে।
এ বিষয়ে আমানুল্লাহ আমান জানান, ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর থেকে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্রলীগ সম্পর্কিত সবকিছু এক বইয়ে এক সাথে পাবার একটা বাসনা থেকেই বইটি সংকল করা। বইটি প্রকাশিত হওয়ার পর থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের যেরকম সারা পেয়েছি তাতে আপ্লুত। এই বই থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও ছাত্রলীগ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে।
বইটি পাওয়া যাবেঃ
রাজধানীর বাংলা একাডেমিতে মাসব্যাপি আয়োজিত বই মেলায় ছাত্রলীগের নিজস্ব স্টল ‘মাতৃভূমি’তে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ধরা হয়েছে ২৪৫ টাকা মাত্র ।