
বেগমগঞ্জে নারীর প্রতি সহিংসতা বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
নোয়াখালীর বেগমগঞ্জের হাসানহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ধর্ষণ ও নিপীড়ন বন্ধে হাসানহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসীর উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। এসময় বক্তারা ধর্ষণকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (২০ আগস্ট) বিকেলে বাড়ির পাশ্ববর্তী এক বান্ধবীর কাছ থেকে অনলাইনে পরীক্ষার নোট নেওয়ার জন্য যাওয়ার পথে ধর্ষক আব্দুর রহমান ও তার বন্ধু ইব্রাহিম মিলে তাকে মুখ চেপে ধরে রাস্তা থেকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে জোরপূর্বক হাত বেঁধে পালাক্রমে ধর্ষণ ও ভিডিও করে। এ বিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করলে মামলা দায়ের করার ৬ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আসামী রহমান ও ইব্রাহিম কে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেন বেগমগঞ্জ থানা পুলিশ।