নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার ২০ ডিসেম্বর, ২০২২ - ১২:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার ২০ ডিসেম্বর, ২০২২ - ১২:৫৯ এএম
ইউটিউব হলো একটি বিশ্বব্যাপী অনলাইন ভিডিও শেয়ারিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।ইন্টারনেটের সঙ্গে যুক্ত অথচ ইউটিউব ব্যবহার করেনি বা এর নাম শুনেনি এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। ইউটিউব ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে ২০০৬ সালের অক্টোবর মাসে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল, ইউটিউবকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয়। বর্তমানে ইউটিউব গুগলের অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। ইউটিউবের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। চাদ হার্লি, স্টিভ চেন ও জাওয়েদ করিম এই তিন জনের চেষ্টায় গড়ে উঠেছিল ইউটিউব। তাদের মধ্যে জাওয়েদ করিম হলো বাংলাদেশি বংশদ্ভূত মার্কিন নাগরিক।
বর্তমান বিশ্বে প্রতিদিন ২০০ কোটির ও বেশি মানুষ ইউটিউব ভিডিও দেখেন। প্রতি মিনিটে ইউটিউবে ৫০০ ঘন্টা ভিডিও স্ট্রিম হয়। দর্শক সংখ্যার ভিত্তিতে পৃথিবীর ২য় বৃহত্তম সাইট এটি। একটি পরিসংখ্যানের মতে, ১৮ বছরের বেশি বয়ষ্ক একজন ব্যাক্তি গড়ে প্রতিদিন ৪০ মিনিট ইউটিউব ব্যবহার করে থাকেন। ভিডিও কন্টেন্ট এর জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে ইউটিউবের জনপ্রিয়তা।
আমরা তো সবাই কম বেশি ইউটিউব এর সাথে পরিচিত। ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে প্রতিনিয়ত নিজেদের সময় অপচয় করছি। কিন্তু এই ইউটিউব যদি হয় আয়ের উৎস, ইউটিউব থেকে যদি লক্ষ লক্ষ টাকা বেতন পাওয়া যায়! কি দারুণ না ব্যাপার টা? জ্বী, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়। কিভাবে আপনি চাইলে ইউটিউবিংকে বেছে নিতে পারবেন মূল পেশা হিসেবে। চলুন তবে শুরু করা যাক আজকের আলোচনা।
ইউটিউব থেকে আয় করতে পারেন কনটেন্ট ক্রিয়েটররা। যারা বিভিন্ন বিষয় সর্ম্পকিত ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন, মূলত তারাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে প্রথমেই আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। ইউটিউব চ্যানেল খুলতে আপনাকে কোন ফি দিতে হবে না। ইউটিউব চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে খোলা যায়। ইউটিউব চ্যানেল থাকলে আপনি খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে আপনার বানানো ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউবে। এক্ষেত্রে আপনি স্মার্ট ফোন, ল্যাপটপ বা কম্পিউটার যেকোন একটি মাধ্যম ব্যবহার করেই ভিডিও আপলোড করতে পারবেন। তবে, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভিডিও এর বিষয়বস্তু যাতে দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়।চলুন তবে জেনে নেই ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।
ক.ইউটিউব চ্যানেল খুলতে হলে প্রথমেই আপনাকে একটি জিমেইল একাউন্ট খুলতে হবে।
খ.ইউটিউব এ গিয়ে উক্ত জিমেইল দিয়ে Sing in করতে হবে। তারপরে উপরের দিমে বাম দিকে আপনার একাউন্টের ছবি দেখা যাবে। ছবিতে ক্লিক করলে your channel লিখা আসবে। Your channel লিখায় ক্লিক করে আপনার পছন্দের নাম দিয়ে খুলে ফেলুন আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি। চ্যানেল এর নাম দেওয়ার ক্ষেত্রে ছোট নাম দেওয়ার চেষ্টা করতে হবে এবং যে বিষয়ক ভিডিও বানাবেন ঐ বিষয়ক নাম দেওয়ার চেষ্টা করবেন।
এইতো হয়ে গেল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।এবার আপনাকে আপলোড দেওয়ার জন্য ভিডিও বানাতে হবে। ভিডিও বানানোর ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখতে হবে তা হল-
১.প্রথমেই আপনাকে স্ক্রিপ্ট তৈরি করতে হবে।স্ক্রিপ্ট বলতে বুঝায় আপনি ভিডিওতে কি কি বিষয়ে কথা বলবেন তা একটি কাগজে আগে নোট করতে হবে। স্ক্রিপ্ট অনুসারে ভিডিও করলে ভিডিও হবে সুন্দর ও গোছানো।
২.একেবারেই সম্পূর্ণ ভিডিও না করে খন্ড খন্ড করে ভিডিও করার চেষ্টা করুন। এতে ভুল-ভ্রান্তির সম্ভাবনা কম থাকে।
৩.ভিডিওতে মিউজিক এড করতে চাইলে কপিরাইট ফ্রি ও কোমল মিউজিক ব্যবহার করুন। যা দর্শকের আগ্রহকে বাড়িয়ে তুলবে।
ভিডিও তো বানানো হল এবার ভিডিওটিকে এডিট করতে হবে এবং আপলোড করতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে ভিডিও এডিট করবেন ও আপলোড করবেন।
ইউটিউবে ভিউস পাওয়ার ক্ষেত্রে ভিডিও এডিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিটের ক্ষেত্রে যেকোন ভালো ভিডিও এডিটিং এপ ইউজ করতে পারেন। প্রথমেই আপনার খন্ডায়িত ভিডিও ক্লিপ গুলোকে একত্রিত করুন। ভিডিও এডিট করা হয়ে গেলে এবার আপলোড করার পালা। আপলোড এর ক্ষেত্রে প্রথমেই আর্কষণীয় টাইটেল খুজে বের করতে হবে। টপিক রিলেটেড থাম্বনেইল বানাতে হবে। টপিক রিলেটেড সঠিক ট্যাগ ব্যবহার করতে হবে।
ইউটিউব চ্যানেল খোলা হল, ভিডিও আপলোড করা হল কিন্তু শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করলেই হাজার হাজার টাকা আসবে ব্যাপারটা কিন্তু তেমন না।এজন্য আপনাকে সুন্দর করে চ্যানেলটি সাজাতে হবে। সাজানোর এই প্রক্রিয়াকে বলে ইউটিউব চ্যানেল অপটিমাইজ। ইউটিউব চ্যানেল অপটিমাইজেশনের ধাপগুলো নিচে দেওয়া হলো।
ধাপ নং ১-
প্রথমেই চ্যানেলের নাম অনুযায়ী একটি লোগো বা প্রোফাইল পিকচার তৈরি করুন। তারপর সেই লোগোটিকে আপলোড দিন আপনার চ্যানেলে।
ধাপ নং ২-
একটি সুন্দর ব্যানার বানান এবং সেটিকে ও আপলোড দিন চ্যানেল এর কভার ফটো হিসেবে।
ধাপ নং-৩
চ্যানেলের এবাউট সেকশনে আপনার সম্পর্কে কিছু কথা লিখুন। চ্যানলটিতে কি ধরনের ভিডিও আপলোড দিবেন সে সম্পর্কে লিখুন।
ধাপ নং-৪
যেসব ভিডিও খুব ভালো হয়েছে সেগুলো হোম পেইজে রাখার চেষ্টা করুন।
১.ভ্লগিং: ভ্লগিং ইউটিউবের অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। একজন ভ্লগার বিভিন্ন বিষয়ের উপর ভ্লগিং করতে পারে যেমন-ট্রাভেল, ফ্যাশন, বিউটি, লাইস্টাইল, ফুড ইত্যাদি। ভ্লগ বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। সুন্দর ভিডিও গ্রাফীর মাধ্যমে আপনিও খুব সহজে ভ্লগার হতে পারবেন।
২.গেমিং: বর্তামান সময়ে অনলাইন গেইম গুলো অনেক বেশি জনপ্রিয়তা লাভ করছে। আপনার যদি অনলাইন গেইমের প্রতি ভালো পারদর্শিতা থাকে তাহলে লাইভ স্ট্রিমিং বা ছোট ছোট ভিডিও বানিয়ে আপলোড করতে পারবেন।
৩.টিউটোরিয়াল ভিডিও: আপনি যদি কোন বিষয়ে পারদর্শী হন তবে ঐ বিষয়ে টিউটোরিয়াল ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন আপনার চ্যানেলে।
৪.টেক রিভিউ: টেক রিভিউ হচ্ছে টেকনোলজিকাল কোন ডিভাইস রিভিউ করা।মোবাইল, পিসি, ল্যাপটপ এসব জিনিস রিভিউ করে খুব সহজেই আয় করতে পারবেন।
এবার আলোচনা করা যাক, ভিডিওতে যেসব জিনিস রাখা যাবেনা সেগুলো সম্পর্কে।
১.ভিডিওতে কোন ধরণের বাজে বা অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না।
২.বিপজ্জনক বা ক্ষতিকর কিছু দেখানো যাবে না।
৩.অতিরিক্ত যৌনতা প্রদর্শিত হয় এমন কিছু ভিডিওতে রাখা যাবে না।
৪.অন্যের প্রতি হিংসা বা বিদ্বেষ ছড়ায় এমন কিছু বলা বা দেখানো যাবে না।
৫.মাদক দ্রব্য সম্পর্কিত বিষয়গুলো এড়িয়ে চলতে হবে।
ইউটিউব থেকে প্রতি ১০০০ ভিউ এর জন্য ৩ থেকে ৫ ডলার দেওয়া হয়। ইউটিউব থেকে উপার্জিত অর্থ ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা তোলা যায়। ইউটিউব থেকে আয়ের ক্ষেত্রে প্রথমেই আপনাকে এই মনোভাব রাখতে হবে, আপনি যদি ভালো কিছু দেন মানে ভালো কনটেন্ট তৈরি করেন তাহলে আপনিও ভালো কিছু আশা করতে পারেন। যাদের ভিডিও ভালো হয় তাদের ভিডিওই ভালো ভিউস পায়, রেংক হয়, ভাইরাল হয়। নতুন হিসেবে জনপ্রিয় হতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে। মেধা ও পরিশ্রমের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমেই এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করা সম্ভব।
বার্তাজগৎ২৪/১৯ ডিসেম্বর/বার্তাজগৎ ডেস্ক
ABOUT আমরা যোগাযোগ সার্কুলেশন নীতিমালা গোপনীয়তা নীতি মন্তব্যের নীতিমালা বিজ্ঞাপন
সম্পাদক : শতাব্দী জাহিদ
বার্তা সম্পাদক : দিদারুল ইসলাম
মোবাইল : ০১৯১১৯০৯৫০৯
ইমেইল :[email protected]
ঠিকানা: ঢাকা-১২০৭
স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode