চলতি বছরে বৈশ্বিক অর্থনীতি আবারো ভয়াবহভাবে মন্দা অবস্থার কাছাকাছি চলে এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের মত বড়বড় অর্থনৈতিক শক্তিগুলোর দুর্বল অর্থনৈতিক উন্নয়নের কারণে এই অবস্থার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব বলে জানায় সংস্থাটি।
দরিদ্র রাষ্ট্রগুলোর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা দেওয়া এই বৈশ্বিক সংস্থাটি মঙ্গলবারে এর বার্ষিক রিপোর্ট প্রকাশ করলে দেখা যায় সংস্থাটি নেতিবাচকভাবে সরে এসেছে এর আগের অবস্থান থেকে। বিশ্বব্যাংকের চলতি বছরের বৈশ্বিক উন্নয়ন পুর্বাভাসে বলে যে এই বছরে পৃথিবীর সার্বিক অর্থনৈতিক উন্নয়ন নেমে আসবে ১.৭ শতাংশে। এর পুর্বে সংস্থাটি হিসাব প্রকাশ করে বৈশ্বিক অর্থনীতির ৩ শতাংশ উন্নয়নের কথা বলেছিল পুর্ব রিপোর্টে।
যদি এই হিসাব ঠিক থাকে তাহলে গত ৩০ বছরের মধ্যে তৃতীয় দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব যা ২০০৮ সালের চরম মন্দা এবং ২০২০ সালের করোনার কারণে অর্থনৈতিক মন্দার পরেই স্থান করে নিতে যাচ্ছে।
চলতি বছরে অবশ্য অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র, তবে সার্বিক উন্নতি .৫ শতাংশের বেশী হবে না বলে জানায় সংস্থাটি। যুক্তরাষ্ট্রের অর্থনীতির বড় বাঁধা থাকবে উচ্চ সুদহার এবং মূল্যস্ফীতি। অন্যদিকে করোনা ভাইরাসের কারণে মন্দাবস্থায় পতিত হওয়া দুর্বল চীনা অর্থনীতির কারণে দেশটির বৃহৎ রপ্তানিকারন ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিও পড়ে যাবে মন্দাবস্থায়।
অন্যদিকে উন্নয় দেশগুলোতে সুদের হার বেশী হওয়ায় বিশ্বের উঠতি অর্থনীতির দেশগুলো থেকে পুঁজি পাচার হবে উন্নত দেশগুলোতে। ফলে বিনিয়োগ সংকটে পড়ে যাবে উঠতি অর্থনীতির দেশগুলি।