নতুন করে সৃষ্টি হওয়া ৪২ ট্রিলিয়ন বৈশ্বিক সম্পদের তিন ভাগের দুইভাগ রয়েছে বিশ্বের মাত্র এক শতাংশ মানুষের দখলে। অক্সফমের তথ্যমতে ২০২০ সাল থেকে এ পর্যন্ত বৈশ্বিক সম্পদের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪২ ট্রিলিয়ন ডলার। সুইজারল্যান্ডের ড্যাভোসে এক ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে অক্সফাম।
"সার্ভাইভাল অব দ্য রিসেস্ট" নামে প্রকাশিত এই রিপোর্টে অক্সফাম দেখায় যে একদিকে বিশ্বের ৯৯% মানুষ যা দখলে রেখেছে মাত্র ১% মানুষের দখলে রয়েছে তাঁর দ্বিগুণ পরিমাণ সম্পত্তি।
এই রিপোর্টে দেখা যায় একদিকে বিলিয়নারদের সম্পত্তি গড়ে প্রতিদিন ২.৭ বিলিয়ন মার্কিন ডলার হারে বেড়ে চলছে অন্যদিকে বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মুদ্রাস্ফীতিসহ নানান ধরণের অর্থনৈতিক সংকটে সংকটাপন্ন হয়ে উঠেছে জীবন ধারণ।
একই সময়ে বিশ্বের অর্ধেক বিলিয়নাররা এমন সব দেশগুলোতে বসবাস করছে যেখানে সরাসরি উত্তরাধিকারীদের উপরে কোন ধরণের ট্যাক্স আরোপ করা হয়না। ফলে প্রতিবছর উত্তরাধিকারীদের কাছে এই ট্যাক্স রেয়াতের প্রায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার চলে যাচ্ছে কোন রকম ট্যাক্স ছাড়া যা সম্পূর্ণ আফ্রিকা মহাদেশের জিডিপির চেয়েও বেশী।
আলোচিত এই রিপোর্টে অক্সফম তুলে ধরে যে বিলিয়নার এবং মাল্টিমিলিয়নিয়ারদের মাত্র ৫ শতাংশের উপরে ট্যাক্স আরোপ করা সম্ভব হলে প্রায় ১.৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ পাওয়া সম্ভব হত যা দিয়ে বিশ্বের প্রায় ২০ লক্ষ মানুষকে সরাসরি টেনে বের করে নিয়ে আসা সম্ভব হত দরিদ্র সীমার নিচ থেকে।