আজ সোমবার, ২৯, মে ২০২৩

| কাল
০৮ঃ ৪৬ঃ ৩৮ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

রমজানে শক্ত ব্যবস্থা নেবেন, ডিসিদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী

বার্তাজগৎ২৪ ডেস্ক:

প্রকাশ: বুধবার ২৫ জানুয়ারী, ২০২৩ - ০৪:১৩ পিএম

রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে জেলা প্রশাসকদের শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

আজ বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন তিনি এ নির্দেশ দেন।

এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমি আমার সেশনে দুই মিনিট পেয়েছি। সেখানে বলেছি, রমজান মাস সামনে, আপনারা সরকারের হাত। আপনারা খেয়াল রাখবেন, কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি ভোক্তাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে। 

এছাড়া কোরবানির সময় পশুর চামড়ার দাম না পাওয়া নিয়ে ডিসিদের সতর্ক থাকতে বলেছেন বাণিজ্যমন্ত্রী। চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন তিনি। বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতা দরকার রয়েছে বলে জানান মন্ত্রী।

নিত্যপণ্যের বাজার মনিটরিং নিয়ে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবেন। তারা সরকারের হাত। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।

বার্তাজগৎ২৪/২৫ জানুয়ারী/বার্তাজগৎ ডেস্ক

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode