আজ শুক্রবার, ৩১, মার্চ ২০২৩

| কাল
০৭ঃ ০৭ঃ ৩৩ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

বার্তাজগৎ২৪ ডেস্ক:

প্রকাশ: বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারী, ২০২৩ - ০১:৩৬ পিএম

রাজধানী ভাটারায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান।

নিহতরা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রীর তাসলিমা বেগম (৪৮)।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, সকাল ৬টার দিকে আগুনের সংবাদ পেয়ে দুইটা ইউনিট পাঠানো হয়েছিল। ওই এলাকার ১০৬ নম্বর বাড়ির ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল। নিহতদের নিজস্ব ভবন। পরে আগুন নিভানো হয়েছে।

ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ভাটারা সাইদনগর ১০০ ফিট এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় স্বামী-স্ত্রী থাকতেন। তার দু’ছেলে ইতালি প্রবাসী। আজ ভোরের দিকে রান্নাঘরে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলেই পুড়ে মারা যান স্বামী-স্ত্রী।

তিনি আরও বলেন, স্বামীর বুকের উপরে পড়েছিল স্ত্রীর মরদেহ। ধারণা করা হচ্ছে- স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বার্তাজগৎ২৪/০২ ফেব্রুয়ারী/বার্তাজগৎ ডেস্ক

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode