আজ শুক্রবার, ৩১, মার্চ ২০২৩

| কাল
০৬ঃ ৪৬ঃ ০১ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

বাংলাদেশকে ঋণের প্রথম কিস্তি দিল আইএমএফ

বার্তাজগৎ২৪ ডেস্ক:

প্রকাশ: বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারী, ২০২৩ - ১০:১৯ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি বাবদ বাংলাদেশে এসেছে ৪৭ কোটি ৬০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৯৪ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ওই অর্থ যোগ হয়েছে। ফলে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৯ কোটি ডলার (৩২ দশমিক ৬৯ বিলিয়ন)।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি ৪৭৬ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকে এসেছে। এর ফলে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

গত সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আএমএফ) তাদের পরিচালনা পর্ষদে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে। এই ঋণ সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত দেওয়া হবে। এই ঋণের সুদের হার দুই দশমিক দুই শতাংশ।

অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে ঋণ দিচ্ছে আইএমএফ। গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফের প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বার্তাজগৎ২৪/০২ ফেব্রুয়ারী/বার্তাজগৎ ডেস্ক

বিষয় : আই এম এফ

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode