আজ শুক্রবার, ৩১, মার্চ ২০২৩

| কাল
০৭ঃ ০৩ঃ ০৫ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক নিহত

বার্তাজগৎ২৪ ডেস্ক:

প্রকাশ: রবিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৩ - ০৫:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নুর বশর (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার মাথায় ও পিঠে গুলি করে পালিয়ে গেছে বলে জানা গেছে।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টায় কুতুপালং রোহিঙ্গা ক‍্যাম্প-২ ডব্লিউ ব্লক, বি-৫ এর আব্দু রশিদের বসতঘরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নুর বশর সি ব্লক-বি/৫, ক্যাম্প-২ ডব্লিউ এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি একজন স্বেচ্ছাসেবক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, এনজিও অফিসে রাতে ডিউটি করে তার নিজ শেডে যাওয়ার সময় নুর বশরকে সন্ত্রাসীরা ঘটনাস্থলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে রেখে যায়।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

বার্তাজগৎ২৪/০৫ ফেব্রুয়ারী/বার্তাজগৎ ডেস্ক

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode