আজ সোমবার, ২৯, মে ২০২৩

| কাল
০৮ঃ ৫৫ঃ ৪৮ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

মাথাপিছু আয় কমে ২৭৯৩ ডলার

বার্তাজগৎ২৪ ডেস্ক:

প্রকাশ: সোমবার ০৬ ফেব্রুয়ারী, ২০২৩ - ১০:৩৩ এএম

দেশের মানুষের মাথাপিছু আয় গত অর্থবছরে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার বললেও চূড়ান্ত হিসেবে ৩১ ডলার কমে চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় ২ হাজার ৭৯৩ ডলারে নেমেছে।

মাথাপিছু আয় কমার পাশাপাশি মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিও কমে ৭ দশমিক ১০ শতাংশে নেমে এসেছে। কারণ ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ।

গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত এই হিসাব প্রকাশ করেছে। গত বছরের ১০ মে সাময়িক হিসাব প্রকাশ করা হয়েছিল।

২০২১-২২ অর্থবছর শেষ হয়েছে ২০২২ সালের ৩০ জুন। সাত মাসের বেশি সময় পার হওয়ার পর রবিবার জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়সহ ওই অর্থবছরের অর্থনীতির অন্যান্য সূচকের চূড়ান্ত হিসাব প্রকাশ করলো পরিসংখ্যান ব্যুরো।

বিবিএসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, করোনার ধাক্কা কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় অনেক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সেই যুদ্ধের প্রভাব পড়েছে।

তাই বাংলাদেশেও বিনিয়োগ কমেছে। এ কারণে জিডিপি প্রবৃদ্ধি খানিকটা কমেছে। এর ফলে মাথাপিছু আয়ও ৩১ ডলার কমেছে। তবে বর্তমান বিশ্ব পেক্ষাপটে এই প্রবৃদ্ধি ভালো। কারণ বিশ্বের অনেক দেশের প্রবৃদ্ধি কমেছে।

বার্তাজগৎ২৪/০৫ ফেব্রুয়ারী/বার্তাজগৎ ডেস্ক

বিষয় : মাথাপিছু

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode