আজ শুক্রবার, ৩১, মার্চ ২০২৩

| কাল
০৬ঃ ৫৭ঃ ২০ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

ফারদিন হত্যা : বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

বার্তাজগৎ২৪ ডেস্ক:

প্রকাশ: সোমবার ০৬ ফেব্রুয়ারী, ২০২৩ - ১১:০৬ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার।

এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি মালাটির শুনানির তারিখ ধার্য রয়েছে।

গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।

ওই মামলায় গত ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ৮ জানুয়ারি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার তার জামিন দেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে।

এদিকে দীর্ঘ তদন্ত ও অনুসন্ধান শেষে র‌্যাব ও ডিবির পক্ষ বলা হয়েছে, ফারদিনকে কেউ হত্যা করেনি। তিনি ব্রিজ থেকে নদীতে ঝাঁপিয়ে মারা গেছেন।

ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বিজনেস পত্রিকা ‘দ্য রিভারাইন’র সম্পাদক ও প্রকাশক। তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে সাংবাদিকতা করছেন। ফারদিনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার নয়ামাটিতে।

তিন ভাইয়ের মধ্যে ফারদিন ছিলেন সবার বড়। তার মেজ ভাই আবদুল্লাহ নূর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ছোট ভাই তামিম নূর এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

বার্তাজগৎ২৪/০৬ ফেব্রুয়ারী/বার্তাজগৎ ডেস্ক

বিষয় : বুয়েটহত্যা

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode