আজ শুক্রবার, ৩১, মার্চ ২০২৩

| কাল
০৭ঃ ৩১ঃ ২৪ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী : কাদের

বার্তাজগৎ২৪ ডেস্ক:

প্রকাশ: মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৩ - ১১:৩৬ পিএম

রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত করার দায়ভার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ১৯ ফেব্রুয়ারির আগে এই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না।


এর আগে, এই বৈঠক থেকেই পরবর্তী রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হতে পারে এমন ধারণা করছিলেন সবাই।

জানা গেছে, রাষ্ট্রপতি পদে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আলোচনায় রয়েছেন।

আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। আর ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বার্তাজগৎ২৪/০৭ ফেব্রুয়ারী/বার্তাজগৎ ডেস্ক

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode