আজ শুক্রবার, ৩১, মার্চ ২০২৩

| কাল
০৬ঃ ৪৯ঃ ১৫ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

ভারতের প্রথম লিংগান্তরিত পুরুষ সন্তান সম্ভাবা

বার্তাজগৎ ডেস্ক

প্রকাশ: বুধবার ০৮ ফেব্রুয়ারী, ২০২৩ - ০৫:২৩ পিএম

জিয়া এবং জাহাদ নামে এক লিংগান্তরিত দম্পতী আগামী মার্চে তাঁদের প্রথম সন্তান পেতে যাচ্ছেন। হিন্দুস্তান টাইমসের তথ্যমতে কেরালায় বসবাসকারী এই দম্পতির মধ্যে এই ঘটনা ভারতের প্রথম লিংগান্তরীত পুরুষের গর্ভে বাচ্চা নেওয়ার ঘটনা। 

জিয়া এই ঘটনায় নিজ ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে এই ঘটনাকে ভারতের প্রথম বলে দাবী করেন। 

এই দম্পতির মধ্যে জাহাদ জন্মের সময় মেয়ে থাকলেও পরবর্তিতে ছেলে হয়ে যান। অন্যদিকে জিয়া জন্মের সময় ছেলে থাকলেও পরে মেয়ে হয়ে যান। এই যুগল গত তিনি বছর একত্রে সংসার করছেন বলে জানায় হিন্দুস্তান টাইমস। জাহাদের মেয়ে থেকে ধীরে ধীরে ছেলে হওয়ার একটা পর্যায়ে সে গর্ভবান হয়ে পড়ে। এই সময় তার দুটি স্তন সরিয়ে ফেলা হয়েছে বলে জানায় জাহাদের ডাক্তার। তবে এখনো ইউটেরাস থেকে গেছে বা যেতে পারে বলে জানায় ডাক্তার। 

 

বার্তাজগৎ২৪/০৮ ফেব্রুয়ারী/বার্তাজগৎ ডেস্ক

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode