আজ শুক্রবার, ৩১, মার্চ ২০২৩

| কাল
০৭ঃ ৩৫ঃ ০৯ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

প্রথমবারের মত ওসমানী হাসপাতালে স্লিপ সার্জারি, করলেন ডা. মনিলাল আইচ

বার্তাজগৎ২৪ ডেস্ক :

প্রকাশ: বুধবার ০৮ ফেব্রুয়ারী, ২০২৩ - ০৮:৫৩ পিএম

প্রথমবারের মত সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করা হলো স্লিপ সার্জারি। ঘুমের সময় নাক ডাকা ও শ্বাস বন্ধ হয়ে আসা নির্বাচিত একজন রোগীর স্লিপ সার্জারি করে কনফারেন্স রুমে লাইভে দেখানো হয় যাতে করে সংশ্লিষ্টরা এ সার্জারিতে আরও দক্ষ হয়ে উঠতে পারেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অপারেশনটি সম্পন্ন করেন নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।

টিমের বাকি সদস্যরা হলেন, সহকারী অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম, ডা. মাসুম বিল্লাহ, ডা. হাসান আতিক চৌধুরী, ডা. মৃণাল দেব ও ডা. অরূপ রাউৎ। এনেস্থেশিয়ার চিকিৎসক ছিলেন ডা. নাবিদুল ইসলাম।

অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার ব্যাপারে জোর আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অপারেশনের পূর্বে এ সংক্রান্ত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করা হয়। এসময় তিনজন ভারতীয় স্লিপ সার্জারি বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্র, ডা. সম্পূর্ণা ঘোষ ও ডা. দীপঙ্কর দত্ত রিসোর্স পারসন হিসেবে অংশ নেন।

এ ছাড়া এক্সপার্ট প্যানেলে ছিলেন, অধ্যাপক ডা. জহুরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. খোরশেদ আলম মজুমদার, অধ্যাপক ডা. কামরুজ্জামান ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সার্জনরা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত 'সিলেট ফার্স্ট ইন্টারন্যাশনাল স্লিপ কোর্স অ্যান্ড লাইভ সার্জারি ওয়ার্কশপ'-এর দ্বিতীয় দিন, ৭ ফেব্রুয়ারি অপারেশনটি সম্পন্ন করা হয়।

ওয়ার্কশপটির কোর্স ডিরেক্টর ছিলেন- অ্যাসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ এপনিয়া, বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু। কোর্সটি যৌথভাবে আয়োজন করে অ্যাসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ এপনিয়া ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগ।

উল্লেখ্য, ২০২০ সালে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুর তত্ত্বাবধানে ঢাকার বাইরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি চালু করেন। ইতিমধ্যে ২৮টি সফল অপারেশন সম্পন্ন হয়েছে। 

বার্তাজগৎ২৪/০৮ ফেব্রুয়ারী/বার্তাজগৎ ডেস্ক

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode