গুগলের চ্যাটবট বার্ড একটি বিজ্ঞাপনে ভুল উত্তর করায় রাতারাতি কোম্পানিটির শেয়ারের মূল্যের পতন হয়েছে ১০০ বিলিয়ন মার্কিন ডলার। গুগলের চ্যাটবট বার্ডকে একটি বিজ্ঞাপনে উন্মোচন করার পরে ব্যবহারকারীদের প্রশ্নের যথাযথ এবং পুরোপুরি উত্তর দিতে ব্যার্থ হওয়ায় প্রশ্ন উঠেছে এই চ্যাটবট মাইক্রোসফটের চ্যাটজিপিটির সাথে কোনভাবেই প্রতিযোগিতায় নামতে পারে কি না।
সোমবারে এই প্রযুক্তিটির প্রথম আগমনের পর সংবাদ মাধ্যম রয়টার্স সর্বপ্রথম এই চ্যাটবটের উত্তরের মধ্যে ভুল বের করতে সক্ষম হয়েছে বলে জানাচ্ছে আল জাজিরা। নিরানব্বই দশমিক পাঁচ ডলার মূল্যের প্রতিটি শেয়ার যা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে খুবই দ্রুত বিক্রি হচ্ছিল এর পতন হয়েছে আট শতাংশ।
টেকনোলজি জগতের এই মহারথী একটি টুইটার পোস্টে জিআইএফ ভিডিওর মাধ্যমে চ্যাটবটটির ছবি দিয়ে লিখেছে যে এটা হচ্ছে "লঞ্চপ্যাড ফর কিউরিওসিটি" যা কঠিন উত্তরকে খুবই সহজ করে উপস্থানপনে সক্ষম হবে। তবে প্যারিসে এর উদ্ভোদনি অনুষ্ঠান শুরু হওয়ার ঘন্টাখানেকের মধ্যেই ভুল বেরিয়ে পড়ে চ্যাটবটটির।
অনেকদিন থেকে মাইক্রোসফটকে পেছনে ফেলে এগিয়ে চলা সার্চ ইঞ্জিন গুগলের সাথে কিভাবে প্রতিযোগিতা করবে সে ব্যাপারে বিস্তারিত বর্ননা দিয়ে নিজেদের সার্চ ইঞ্জিনের সার্চ বট চ্যাটজিপিটির উদ্ভোদনি করার পরের দিন গুগল নিজদের চ্যাটবট বার্ডের উদ্ভোদনির আগেই এই ভুল করে ফেলে।