চ্যাট জিপিটির পুরো নাম Chat Generative Pre-Trained Transformer কিন্তু এত লম্বা নাম মনে রাখা আসলেই কঠিন যে কারও জন্য। সেজন্যে সংক্ষেপে একে চ্যাট জিপিটি বলে ডাকা হয়।
সম্প্রতি এটা নিয়ে ব্যাপক আলোচনা হলেও এই চ্যাটবটটি এর যাত্রা শুরু করেছিল বেশ কয়েকমাস আগে। ওপেন এ আই নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজকরা প্রতিষ্ঠান গত বছর নভেম্বরে এই চ্যাটবটটি নিয়ে হাজির হয় মানুষের সামনে।
এটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি চ্যাটবট যা মানুষের জিজ্ঞাসিত যে কোন বিষয়ে উত্তর দিতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই চ্যাটবটটির সাথে কথা বললে আপনার কাছে মনে হতে পারে আপনি কোন মানুষের সাথে কথা বলছেন। যে আপনার প্রশ্ন এবং ভাষার ধরণ বুঝে নিয়ে আপনাকে উত্তর প্রদান করতে সক্ষম। এটাই চ্যাটজিপিটির আসল বৈশিষ্ট্য। যেখানে যন্ত্র আর মানুষ মিলে একাকার হয়ে যায়।
এটি নিয়ে ওপেনএআই নামে কাজ শুরু হয় ২০১৫ সালে। এর পেছনে প্রধান উদ্দ্যোক্তা ছিলেন বর্তমান বিশ্বের সেরা ধনী ব্যাক্তি ইলন মাস্ক এবং সাম অল্টম্যান নামে একজন। কিন্তু তাঁদেরকে পৃষ্ঠপোষকতা দেয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।
বিভিন্ন উৎপাদনশীল কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে অন্যতম চ্যাটজিপিটি। এরকম আরও কিছু হচ্ছে নির্দেশনামত ছবি তৈরিকারী দালি-২।
কিভাবে চ্যাটজিপিটি ব্যাবহার করবেন
চ্যাটজিপিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। একটা সময় পরে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিং এ যুক্ত করবে এই প্রযুক্তিটি। তবে এখনই ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে সাধারণ মানুষের জন্য।
চ্যাটজিপিটি ব্যাবহার করার জন্য গুগলে চ্যাটজিপিটি লিখে সার্চ করলে আসবে ওপেন এ আই নামের একটি ওয়েব সাইট। এই সাইটটিতে ঢুকলে চ্যাটজিপিটি নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে আগে এই ওয়েবসাইটে একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার জন্য আপনার নাম, ইমেইল এবং একটি পাসওয়ার্ড দরকার হবে। এরপর সরাসরি চ্যাটজিপিটির সাথে আপনি কথা বলতে পারবেন।
অথবা আপনি https://chat.openai.com/ এই ওয়েবসাইটটিতে সরাসরি ঢুকে যেতে পারেন। এটাই চ্যাটজিপিটির নিজস্ব ঠিকানা। এখানে একটি একাউন্ট খুলে কথা বলতে পারবেন চ্যাটজিপিটির সাথে।
চ্যাটজিপিটি কিভাবে সাহায্য করতে পারে
চ্যাটজিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনি এটিকে যে কোন কিছু জিজ্ঞেস করলে একজন দক্ষ পণ্ডিতের মত উত্তর দিয়ে আপনাকে সাহায্য করবে। আপনি কবিতা লিখতে বললে আপনাকে একটি কবিতা লিখে দেবে।
সবচেয়ে বড় ব্যপার হচ্ছে আগে আপনাকে সার্চ ইঞ্জিনে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে তথ্য উদ্ধার করতে হত, কিন্তু এখন আপনি চ্যাটবটটির কাছে জিজ্ঞেস করলেই উত্তর পেয়ে যাবেন।