আজ সোমবার, ২৯, মে ২০২৩

| কাল
০৯ঃ ০৩ঃ ০২ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

ফেব্রুয়ারির ১০ দিনে প্রবাসী আয় ৬৭৭০ কোটি টাকা

বার্তাজগৎ২৪ ডেস্ক:

প্রকাশ: সোমবার ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ - ০৯:৫৪ এএম

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনেই রেমিট্যান্স এসেছে ৬৪ কোটি ৩০ লাখ টাকা ৬০ হাজার ডলার। প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে যা ৬ হাজার ৭৭০ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা।

গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে জানা গেছে, এই টাকার পরিমাণ জানুয়ারি মাসের চেয়ে কিছুটা কম। তবে আগের বছরের একই সময়ের তুলনায় বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮ কোটি ডলার ৬ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসখ্যান অনুযায়ী, চলতি অর্থ বছরের জুলাই ও আগস্ট দুই মাসে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার ও ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এরপরই ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসা কমতে থাকে।

গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসে প্রবাসী আয় আসে যথাক্রমে ১৫২ কোটি ৯৬ লাখ ডলার ও ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। এরপর থেকেই প্রবাসী আয় আসা বাড়তে থাকে। সর্বশেষ গত জানুয়ারি মাসে এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার। আগের অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার।

বার্তাজগৎ২৪/১২ ফেব্রুয়ারী/বার্তাজগৎ ডেস্ক

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode