আজ সোমবার, ২৯, মে ২০২৩

| কাল
০৮ঃ ৩৮ঃ ১১ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

ইউটিউবের পরবর্তি সিইও হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন

বার্তাজগৎ ডেস্ক

প্রকাশ: শুক্রবার ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ - ১২:৩২ পিএম

ভিডিও স্ট্রিমিং্যের জনপ্রিয় প্লাটফর্ম ইউটিউবের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।

গতকাল বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে নিজের বর্তমান কমস্থল ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন প্লাটফর্মটির বর্তমান প্রধান নির্বাহি কর্মকর্তা সুসান ওজস্কি।  এই পোস্টে ৫৪ বছর বয়সী সুসান লেখেন যে তিনি এখন পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে চান।

 

২০১৪ সালে তিনি এই পদে যোগ দিয়েছিলেন তিনি। তার আগে দীর্ঘদিন ধরে সুসান গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, নীল মোহনের বয়স ৪৯ বছর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০১৫ সাল থেকে নীল মোহন ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। 

বার্তাজগৎ২৪/১৭ ফেব্রুয়ারী/বার্তাজগৎ ডেস্ক

বিষয় : ইউটিউব

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode