নিজের পদের মেয়াদ শেষ হওয়ার আগেই এবার পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকদিনে করা একটি পোস্টে এরকম ঘোষণা দেন তিনি।
অন্যদিকে এ বছরেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বলে জানায় বিশ্বব্যাংক।
ট্রাম্প প্রশাসনে মার্কিন অর্থ বিভাগে আন্তর্জাতিক–বিষয়ক শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ম্যালপাস। এরপর ২০১৯ সালের এপ্রিলে তিনি বিশ্বব্যাংকের দায়িত্ব পান।
বিশ্বব্যাংকে কাজ করার আগে এই অর্থনিতিবিদের এক দশকেরও বেশি সময় ধরে অধুনালুপ্ত বিনিয়োগ ব্যাংক বিয়ার স্টার্নসের প্রধান অর্থনীতিবিদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবেও রয়েছে কাজের অভিজ্ঞতা।
প্রেসিডেন্ট পদ থেকে ম্যালপাসের পদত্যাগের ঘোষণায় নতুন প্রেসিডেন্ট কে হতে পারেন সে ব্যাপারে গুঞ্জন চলছে নানান মহলে।
ব্যাংকটির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হওয়ার কারণে ঐতিহাসিকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হয়ে থাকেন কোন মার্কিন নাগরিক। একইভাবে আইএমএফের প্রধান হয়ে থাকেন কোন ইউরোপীয় নাগরিক। তবে এই গতানুগতিক ধারার বাইরে বের হয়ে উন্নয়নশীল বিশ্বকেও সুযোগ দেওয়ার দাবী উঠেছে বিভিন্ন পক্ষ থেকে বলে জানায় সংবাদ মাধ্যম রয়টার্স।
ম্যালপাসের উত্তরসূরি হওয়ার দৌড়ে যাঁদেরকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন বিশ্ব বানিজ্য সংস্থার প্রধান নগোজি ওকোঞ্জো আইওলা, ইউএসএআইডির সাবেক পরিচালক গেইল স্মিথ, ইউএসএআইডির বর্তমান পরিচালক সামানথা পাওয়ার, রকফেলার ফাউন্ডেশনের প্রধান রাজিভ শাহ, লন্ডল ইস্কুল অব ইকোনমিক্সের প্রধান মিনোস শাফিক।