দিনাজপুর চিরিরবন্দরে "স্বেচ্ছায় করি রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ" এই স্লোগানে চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে, চিরিরবন্দর সরকারি কলেজে দিনব্যাপি ফ্রী ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এসময় চিরিরবন্দর সরকারি কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও চিরিরবন্দর সরকারি কলেজের নবাগত প্রিন্সিপালকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
ক্যাম্পেইনে প্রায় ৮০ জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপ টেষ্ট করা হয়। সঠিক সময়ে রোগীদের মাঝে রক্ত সহায়তা দিতে ও নিজেদের রক্তের গ্রুপ জেনে রাখতে এবং রক্তদাতা তৈরি করার লক্ষ্যে এ কার্যক্রমের আয়োজন মানবতার সেবায় সব সময় চিরিরবন্দর বার্তা ও চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাব কাজ করে যাবে এটিই তাদের মূল উদ্দেশ্য ।
ফ্রী ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম, মোঃ আরিফ ইসলাম, রনি ইসলাম, মোক্তারুল ইসলাম, ইয়াছিন বিন আবু তালেব, শ্রীঃ চঞ্চল রায়, ফেরদৌস রহমান, রায়হান কবির, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর ইসলাম, আল-মাহি সরকার, কামরুজামান কামু, বোরহান জামান, মাহাফুজ ইসলাম, রনি ইসলাম, নুর-আলম, আবির আলীসহ চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাব এর সকল শাখার সদস্যবৃন্দ।