আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
সভায় ৫টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্তও গৃহীত হয়। এসব নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পৌরসভাসমূহ হলো—(১) বাঘা, রাজশাহী; (২) বিরল, দিনাজপুর; (৩) বোদা, পঞ্চগড়; (৪) আলফাডাঙ্গা, ফরিদপুর এবং (৫) বনপাড়া, নাটোর।
রংপুর সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এ ছাড়া রংপুর সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয় এ বৈঠকে।