আজ সোমবার, ২৯, মে ২০২৩

| কাল
০৮ঃ ২০ঃ ৪০ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করছি : বুবলী

বার্তাজগৎ২৪ ডেস্ক :

প্রকাশ: বৃহস্পতিবার ০৩ নভেম্বর, ২০২২ - ০৬:০৬ পিএম

মিডিয়া বর্তমান সময়ের আলোচিত নাম চিত্রনায়িকা শবনম বুবলী। এই বিতর্কের মধ্যেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমার শুটিং করেছেন বুবলী। ছবিটিতে তার নায়ক হিসেবে আছেন সাইমন সাদিক। সেখান থেকে ফিরেই বুবলী ফের ব্যস্ত হয়ে পড়েছেন নতুন সিনেমার শুটিংয়ে। নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় বুবলীর জুটি হয়েছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

গতকাল বুুধবার থেকে সিলেটে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। সেখানে টানা ২৮ দিন শুটিং হবে।

চয়নিকা জানান, এই  সিনেমায় চারটি গান রয়েছে। একটির শুটিং হবে বান্দরবানে, বাকিগুলোর সিলেটেই।

মাহফুজের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমার প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ভাই। তার সঙ্গে কাজ করছি এটা আমার জন্য অনেক আনন্দের। আশা করি ভালো কিছুই হবে।’

চয়নিকা বললেন, ‘প্রহেলিকা অর্থ রহস্য। তাই শুটিং শেষের আগ পর্যন্ত সবকিছু রহস্যই থাক। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক রহস্য উন্মোচন করুক। নিশ্চিত করে বলতে পারি, ছবিটি দর্শকদের পছন্দ হবে।’

মাহফুজ আহমেদ এর আগেও সিনেমায় কাজ করেছেন। ‘লাল সবুজ’ ও ‘জিরো ডিগ্রি’ সিনেমায় অভিনয় করে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
 

বার্তাজগৎ২৪/০৩ নভেম্বর/বার্তাজগৎ ডেস্ক

সর্বমোট শেয়ারঃ ১০০
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode