পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খানসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। দ্য ডনের খরবে বলা হয় যে পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান ইসমাইল জানান, ইমরান খানের পায়ে অন্তত ৩ থেকে ৪টি গুলি লেগেছে। এ ছাড়া পিটিআইয়ের সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ ছাত্তাহ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ডন জানায়, হামলাকারী ইমরান খানকে বহন করা কন্টেইনার লক্ষ্য করে একে-৪৭ দিয়ে গুলি করেন।
তাৎক্ষণিকভাবে ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনার পরপরই সমাবেশ বন্ধ হয়ে যায় এবং ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আগাম নির্বাচনের দাবিতে বিভিন্ন শহরে সমাবেশের ঘোষণা দিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। এরই মধ্যে ইসলামাবাদে লংমার্চও করেছেন। সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ তোলেন তিনি।