স্বাভাবিকভাবে কখনো মৃত্যু হয়না এরকম প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ভূমধ্যসাগরে বাস করা এমনই এক প্রাণী অমর জেলিফিস। এই প্রাণীটির এমন এক ক্ষমতা আছে যার মাধ্যমে নিজের জীবনকে বার বার চক্রাকারে ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ, বয়স বেড়ে গেলে আবার ঘুরে গিয়ে শৈশব শুরু করতে পারে এই প্রাণীটি।
এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম Turritopsis dohrnii, একবার জীবনের শেষ প্রান্তে যাওয়ার পরে আবার বিস্ময়কর কোন একটি উপায়ে এটি জীবনের প্রথম পর্যায়ে চলে যেতে পারে এটি।
এই প্রাণীটি যখন এর বয়সের শেষ সীমায় পৌঁছে যায় বা কোন বিপদের মুখোমুখি হয়ে পড়ে তখন এটি এই উলটো ফেরার প্রক্রিয়া শুরু করে দেয়। এই প্রক্রিয়ায় এটি একটি ছোট বিন্দুর মত হয়ে সমুদ্রের নীচে চলে যায়। কোন রোগে আক্রান্ত হলেও এই প্রাণীটি একই পদ্ধতি অবলম্বন করে বলে জানায় বিবিসি আর্থ। এই ছোট ফোঁটা থেকে আবারো ধীরে ধীরে বয়প্রাপ্ত এই অদ্ভুত প্রাণীটি।