অবশেষে ভারতের বিপক্ষে লিটন দাসের ব্যাট হেঁসে কথা বলেছে। এদিন লিটনের আক্রমনাত্মক ব্যাটিং দেখে ভারতের হারের ভয় ঢুকে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি লিটন। রান আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে রোববার মাঠে নামবে বাংলাদেশ। এদিন কি লিটন কোহলির উপহার দেওয়া ব্যাট নিয়ে মাঠে নামবেন?
ভারতের বিপক্ষে লিটনের খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন বিরাট কোহেলি। তাই ম্যাচ শেষে লিটনকে একটি ব্যাট উপহার দেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস বলেন, ‘‘আমরা যখন সাজঘরে বসেছিলাম তখন কোহলি সেখানে এসে লিটনকে একটা ব্যাট উপহার দিয়েছে। আমার মতে, কোহলির এই ব্যবহার লিটনকে আরও আত্মবিশ্বাস দেবে।’’
ভারতের বিরুদ্ধে লিটনের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন জালাল। তিনি বলেছেন, ‘‘লিটন দুর্দান্ত ব্যাটার। ভারতের বিরুদ্ধে ও খুব ভাল খেলেছে। ওকে আমরা এর আগেও ভাল ইনিংস খেলতে দেখেছি। প্রথমে এক দিনের ক্রিকেট ও টেস্টে খুব ভাল ব্যাটার ছিল লিটন। এখন টি-টোয়েন্টিতেও নিজেকে মেলে ধরতে শুরু করেছে লিটন।’’
ভারতের করা ১৮৪ রান তাড়া করতে নেমে লিটনের বিধ্বংসী ব্যাটিংয়ে শুরুটা খুব ভাল করেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ৭ ওভারের পরে খেলা বন্ধ হওয়ার সময় ডাকওয়ার্থ লুইস নিয়মে এগিয়ে ছিল বাংলাদেশ। বৃষ্টি থামার পরে আবার খেলা শুরু হলে দ্বিতীয় বলে রাহুলের দুর্দান্ত থ্রোয়ে ২৭ বলে ৬০ রান করে রান আউট হয়ে যান লিটন। সেখানেই খেলা ঘুরে যায়। ৫ রানে জয় পায় ভারত।