পুরুষ ইঁদুরের কোষ থেকে ডিম্বানু তৈরির ঘোষণা দিয়েছে জাপানের এক বিজ্ঞানী। এই ঘটনাকে জীব বিজ্ঞানের ইতিহাসে একটি বড় ঘটনা বলে উল্লেখ করছে বিবিসি।
তবে এই প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঐ বিজ্ঞানী জানান পুরুষের xy ক্রমোজম থেকে তিনি সফলভাবে xx ক্রমোজম তৈরি করতে সক্ষম হয়েছেন।
জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাতুশিকো হায়াসি এই আবিষ্কার করেন। এই বিশ্ববিদ্যালয়ে সন্তানধারণ সঙ্ক্রান্ত উন্নয়ন নিয়ে গবেষণা করেন তিনি।
তিনি তাঁর গবেষণার বিষয়বস্তু প্রকাশের জন্য জমা দিয়েছেন বিখ্যাত বিজ্ঞান জার্নাল ন্যাচারে। এই ঘটনার মাধ্যমে পুরুষ দম্পতীদের এখন নিজেদের সন্তান পাওয়ার পথ প্রশস্ত হতে যাচ্ছে।
তবে হার্ভার্ডের মেডিকেল স্কুলের অধ্যাপক জর্জ ডালে মনে করছেন এই ধরণের গবেষণার ফল পাওয়া এখনই সম্ভব হয়ে উঠছে না। সমাজকে এজন্য এখনো অনেকদূর এগোতে হবে।