আজ সোমবার, ২৯, মে ২০২৩

| কাল
০৭ঃ ০৭ঃ ৩৯ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

পুরুষ ইঁদুরের কোষ থেকে তৈরি হল ডিম্বানু, পুরুষ দম্পতী পেতে পারেন সন্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: বৃহস্পতিবার ০৯ মার্চ, ২০২৩ - ০১:৪৯ পিএম

পুরুষ ইঁদুরের কোষ থেকে ডিম্বানু তৈরির ঘোষণা দিয়েছে জাপানের এক বিজ্ঞানী। এই ঘটনাকে জীব বিজ্ঞানের ইতিহাসে একটি বড় ঘটনা বলে উল্লেখ করছে বিবিসি। 

তবে এই প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঐ বিজ্ঞানী জানান পুরুষের xy ক্রমোজম থেকে তিনি সফলভাবে xx ক্রমোজম তৈরি করতে সক্ষম হয়েছেন। 

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাতুশিকো হায়াসি এই আবিষ্কার করেন। এই বিশ্ববিদ্যালয়ে সন্তানধারণ সঙ্ক্রান্ত উন্নয়ন নিয়ে গবেষণা করেন তিনি। 

তিনি তাঁর গবেষণার বিষয়বস্তু প্রকাশের জন্য জমা দিয়েছেন বিখ্যাত বিজ্ঞান জার্নাল ন্যাচারে। এই ঘটনার মাধ্যমে পুরুষ দম্পতীদের এখন নিজেদের সন্তান পাওয়ার পথ প্রশস্ত হতে যাচ্ছে। 

তবে হার্ভার্ডের মেডিকেল স্কুলের অধ্যাপক জর্জ ডালে মনে করছেন এই ধরণের গবেষণার ফল পাওয়া এখনই সম্ভব হয়ে উঠছে না। সমাজকে এজন্য এখনো অনেকদূর এগোতে হবে। 

বার্তাজগৎ২৪/০৯ মার্চ/এসএইচ

বিষয় : জিনোম

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode