"আঠারো বছর বয়স"
আল মামুন
আঠারো বছর বয়স
যৌবন উকি দেয় সময়ের সাথে,
তা কী আর যায় লুকানো
পরিবর্তন তো আসে তাতে।
যা দেখি; লাগে ভালো
পুলকিত হয় মন, অনর্থক ব্যয় করে সময়
সফল হয়েছে কোন জন?
যৌবনে যেজন সময় করেছে বিনষ্ট
তার জীবন চলে সদা
নরক ন্যায় কষ্ট।
যৌবন কী সবার হতে পারে ভালো?
নিকষ কালো অন্ধকার বেধ করে
আনতে হয় জীবনের আলো।
সময়ের গতিতে যায় বয়ে জীবন
যুদ্ধক্ষেত্রের মতই
লড়ে যেতে হয় আমরণ।
ভালো কি মন্দ অনেক কিছুই মনে চায়
যৌবনে যে রেখেছে পা
সেই তা বুঝিতে পায়।
উত্তম তো সেই হয়
পাপের পথ রেখে যে
ভালো পথে অটল রয়।
আঠারো বছর বয়স!
আহা কি সুন্দরতম ভালো,
সাফল্য পেয়েছে সে জন,
যে দূর করেছে আধার কালো।।