আজ শুক্রবার, ৩১, মার্চ ২০২৩

| কাল
০৬ঃ ২৪ঃ ১১ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

পুলিশের মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক :

প্রকাশ: শনিবার ১৮ মার্চ, ২০২৩ - ০৭:১৭ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন আদালত।

আজ শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কারাগারে পাঠানোর সাড়ে তিন ঘণ্টা পর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে তাঁর জামিন শুনানি শেষে বিচারক ইকবাল হোসেন জামিন মঞ্জুর করেন।

আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, অন্তঃসত্ত্বা ও সেলিব্রেটি বিবেচনায় পুলিশের মামলায় আদালত জামিন শুনানি শেষে মাহির জামিন মঞ্জুর করেন।

তিনি আরও বলেন, জামিন হলেও আজ বের হওয়ার সুযোগ নেই। প্রথমত জেল ৫টায় কারাগার লকআপ হয়। আর মাহি জামিন পেয়েছেন শুধু ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়। তিনি অন্য আরেকটি মামলারও আসামি। কারাগার থেকে মুক্তি পেতে হলে তাকে দুই মামলায় জামিন নিতে হবে।

এর আগে দুপুর দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বার্তাজগৎ২৪/১৮ মার্চ/কেএইচ

বিষয় : মাহি

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode