আজ সোমবার, ২৯, মে ২০২৩

| কাল
০৭ঃ ২২ঃ ০৪ |

Logo
সর্বাধিক পঠিত | সর্বশেষ | গ্যালারী |

ভারতে মন্দিরের মেঝে ধ্বসে ৩৫ জনের প্রাণহানি

বার্তাজগৎ ডেস্ক

প্রকাশ: শুক্রবার ৩১ মার্চ, ২০২৩ - ০৪:০০ পিএম

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মন্দিরের মেঝে ধ্বসে পড়ার ঘটনায় কমপক্ষে ৩৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মন্দিরটির মেঝে ধ্বসে গিয়ে সেটি একটি কূপের ভেতরে পতিত হয় বলে জানা গেছে দি গার্ডিয়ানের বরাত দিয়ে। 

একটি পানির কূপের উপরে লোহার গ্রিলের উপরে টাইলস দিয়ে তৈরি করা হয় এই মন্দিরটি। ঘটনাটি সংঘটনের সময় ভেঙ্গে পড়ে টাইলসসহ এই মেঝেটি। 

মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করেছেন। অন্যদিকে পাশাপাশি চলছে ঘটনাট সুষ্ঠু তদন্ত।  

বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষে অনেক লোকের ভিড় হয় মন্দিরটিতে। এই সময় নারী এবং শিশু অধিক পরিমাণে মন্দিরটিতে অবস্থানের কারণে অধিক চাপের ফলে মন্দিরটির ভংগুর মেঝেটি ভেঙ্গে পড়ে যায়। এ সময় মন্দিরে প্রায় ২৫ ফুট মত গভীরতার পানি ছিল। 

 

 

 

 

বার্তাজগৎ২৪/৩১ মার্চ/এসএইচ

বিষয় : ভারত

সর্বমোট শেয়ারঃ
Facebook Twitter WhatsApp Messanger
আমাদের অ্যাপ

স্বত্ব © ২০২২ বার্তাজগৎ২৪ Design & Developed By softicode