হোয়াটসঅ্যাপ ও বিপ
বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের বিপরীতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে তুরস্কের বিপ। এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ-এর বেকায়দা পড়ছে। এ্যাপসটির নতুন শর্তাবলীর বিপক্ষে অবস্থান নিয়ে অনেক ব্যবহারকারী অ্যাপ ব্যবহার ছেড়ে দিয়েছেন।
বাংলাদেশে এক যুগেরও বেশি সময় ধরে জনপ্রিয় ফেসবুক। দিন বাড়ার সাথে সাথে তরুণ সমাজের পছন্দের শীর্ষে উঠেছে এই যোগাযোগ মাধ্যমটি। তবে এ সাইটটি নিয়ে জটিলতাও কমছে না। হ্যাকের ঝুঁকি ও ব্যক্তিগত নিরাপত্তা জটিলতায় ফেসবুকও নাজুক অবস্থায় আছে। মাঝে জনপ্রিয় হয়েছে হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালে ফেসবুক হোয়াটসঅ্যাপ কিনে নিলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই অ্যাপেও অস্বস্তি আছে ব্যবহারকারীদের।
সম্পাদক: দিদারুল ইসলাম
প্রকাশক: আজিজুর রহমান মোল্লা
মোবাইল নাম্বার: 01711121726
Email: bartajogot24@gmail.com & info@bartajogot24.com