সু চির উপদেষ্টা আটক
অং সান সু চির অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক সিন টার্নেল গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের আগ মুহূর্তে বার্তা সংস্থা রয়টার্সকে খুদে বার্তায় সিন টার্নেল বলেন, ‘আমি মাত্র আটক হয়েছি, মনে হচ্ছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তবে জানি না, কী নিয়ে মামলাটি হবে। যাই হোক না কেন, আমি নির্দোষ।’
এরপর চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়র্টাস। সামরিক বাহিনীর হাতে আটক টার্নেলের গ্রেফতারের বিষয়ে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেন, অস্ট্রেলিয়ার নাগরিক আটকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
সম্পাদক: দিদারুল ইসলাম
প্রকাশক: আজিজুর রহমান মোল্লা
মোবাইল নাম্বার: 01711121726
Email: bartajogot24@gmail.com & info@bartajogot24.com