হিন্দুর মৃতদেহ সৎকার করলো কাশ্মীরের মুসলিমরা
তুষারে ঢাকা পড়েছে কাশ্মীর উপত্যকা। চারদিকে শুধু সাদা আর সাদা। তাপমাত্রা ক্রমেই যেনও কমছে। বরফের রাস্তায় হাঁটতে গেলে পা ঢুকে যাচ্ছে ভেতরে। কুয়াশার চাদরে দেখা যাচ্ছে না কিছু। কঠিন এ পরিস্থিতিতে স্থানীয় হিন্দু পণ্ডিত পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মুসলিম প্রতিবেশীরা।
ভারতীয় গণমাধ্যম বলছে, কাশ্মীরের সোপিয়ানর কাশ্মীরি পন্ডিত ভাস্কর নাথ হাসপাতালে মারা যান। কিডনি বিকল হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে পন্ডিতের বয়স হয়েছিল ৬০।
এদিকে ভারী তুষারপাতের কারণে রাস্তাঘাট বন্ধ ছিলো। তাই শ্রীনগর থেকে পারগোচি যাওয়ার পথে আটকে যায় পন্ডিতের শববাহী গাড়ি।
পন্ডিতের শবদেহ যথাস্থানে নিতে প্রয়োজন হয় মানুষের। সেই সময় এগিয়ে আসেন মুসলিমরা। পণ্ডিতের শবদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পথ হেঁটে সতকার স্থানে নিয়ে যান মুসলিম প্রতিবেশীরা।
সাম্প্রদায়িক সম্প্রতির এমন উদাহরণ প্রকাশ্যে আসতে সারা ভারতে চলছে প্রশংসা।
সম্পাদক: দিদারুল ইসলাম
প্রকাশক: আজিজুর রহমান মোল্লা
মোবাইল নাম্বার: 01711121726
Email: bartajogot24@gmail.com & info@bartajogot24.com