ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, আদালত থেকে ছিনিয়ে নেওয়া আসামিরা সবাই নজরদারিতে রয়েছে। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
ডিবি প্রধান হারুন সাংবাদিকদের বলেন, ‘ঢাকাসহ সারাদেশে জঙ্গিদের গ্রেপ্তার করতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার হতে হবে।’
প্রসঙ্গত, গেল রোববার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে আসা চার জঙ্গি পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে লেখক অভিজিৎ রায় ও জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর তাদের গ্রেপ্তার করতে মাঠে সক্রিয় হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।