রাজধানীর সদরঘাটে মালবাহী ট্রলারের ধাক্কায় যাত্রী পারাপার করা একটি খেয়া নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
গেল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নৌপুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার কবির হোসেন সাংবাদিকদের বলেন, আমরা ঘটনা জানার পরপরই সেখানে লোক পাঠিয়েছি। ঘটনাটি ওয়াইজঘাট এলাকার কাছাকাছি ঘটেছে। সদরঘাটের আলম মার্কেটের ঠিক বিপরীতে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধারের কাজ চলছে।