গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন আরও ২২১ জন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪৫ জন। আর মৃত্যু হয়েছে ২৪২ জনের।
আজ শুক্রবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৯৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ১৩৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৮৩৪ জন।
চলতি বছর মোট আক্রান্ত ৫৫ হাজার ১৪৫ জন রোগীর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৫ হাজার ২৮৭ জন এবং ঢাকার বাইরে ১৯ হাজার ৮৫৮ জন। এসময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৯৩৪ জন। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৫ জন ও ঢাকার বাইরে ১৯ হাজার ৮৫৮ জন।