সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি গুরুত্বপূর্ণ হোটেলে হামলা চালিয়েছে আল শাবাব বিদ্রোহীরা। জানা গেছে হোটেলটি সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ব্যবহার করতেন। তবে এ হামলার ঘটনায় কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় তথ্যসূত্র।
পুলিশ এবং সরকার সূত্রে জানা যায়, হামলকারীরা আত্মঘাতী জ্যাকেট পরিহিত ছিল। পুলিশ অফিসার মোহাম্মাদ আবদি জানান 'ভিলা রোজ' নামে ওই হোটেলটি প্রেসিডেন্ট বাসভবনের নিকটেই অবস্থিত। হামলাকারীদের সাথে বন্দুক এবং বিস্ফোরক ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তবে হামলাকারী দলটিতে ঠিক কতজন সদস্য ছিল তা জানাতে পারেননি তিনি।
মোহাম্মাদ আবদি জানান হোটেল ভিলা রোজে অবস্থানকারী কিছু সরকারি কর্মকর্তা জানালা দিয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
সাম্প্রতিক সময়ে আল শাবাব গোষ্ঠীর তৎপরতা বাড়ানোর প্রেক্ষিতেই এই হামলা হতে পারে বলে জানায় আল জাজিরা। চলতি বছরের অক্টোবর মাসের ৩০ তারিখে একই গোষ্ঠীর জোড়া গাড়ী-বোমা হামলায় ১০০ জন নিহত হয়। এই বছরের আগস্ট মাসে আরেকটি হোটেলে হামলার ঘটনা ঘটায় আল শাবাব; যেখানে নিহত হয় ২১ জন।
প্রায় এক দশক ধরে আল-শাবাব এবং আল-কায়েদা গোষ্ঠী যৌথভাবে সোমালিয়ার ক্ষমতা দখলের চেষ্টা করে আসছে।
সূত্র: আল জাজিরা