ফাইল ফটো
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এমপি) বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে নিরস্ত্র বাঙ্গালী জাতি সশস্ত্র বাঙ্গালীতে রুপান্তরিত হয়েছে। এ ভাষণের কারণেই পাকিস্তানী শোষণ ও শাসনের বিরুদ্ধে নিরস্ত্র বাঙ্গালি সশস্ত্র যুদ্ধে যাওয়ার প্রেরণা পায়। যার মধ্যে বাঙ্গালি খুজে পেয়েছিল স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করার সকর কলা কৌশল। ৭ মার্চ শুধু বাংলাদেশের সম্পদ নয়, ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতিসহ বিশ্বের কাছে শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা পেয়েছে। বঙ্গবন্ধু এই বাংলাদেশকে সোনার দেশ গড়তে চেয়েছিলেন। তার এই স্বপ্ন এখন বাস্তবায়িত হচ্ছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদশী ও দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার পর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ৭ মার্চের ভাষণ বাজাতে দেয়নি তারা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই দেশ আবারও পাকিস্তান হয়ে যাবে। বাংলাদেশকে আবারও মাথা নিচু করে দাড়াতে হবে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে দুরে ঠেলে দিয়ে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের কাছে মাথা উচু করে দাড় করিয়েছে।
সম্পাদক: দিদারুল ইসলাম
প্রকাশক: আজিজুর রহমান মোল্লা
মোবাইল নাম্বার: 01711121726
Email: bartajogot24@gmail.com & info@bartajogot24.com