মাংকি পক্সের নতুন নাম নির্ধারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। নতুন করে এই পক্সের নাম নির্ধারণ করা হয়েছে এমপক্স (mpox)। নতুন নামকরণের মাধ্যমে বহুদিন থেকে নামটি নিয়ে চলা বিতর্কের অবসান হলো। এর আগে নামটির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে।
তবে নতুন এ নামটি ব্যবহারের ক্ষেত্রে এক বছর পাশাপাশি উল্লেখ করা হবে পুরনো নামটিও। মানুষের শরীরে মাংকিপক্স আবিষ্কৃত হয় ১৯৭০ সালে। একটি পোষা বানরের শরীরে প্রথম এই রোগটি আবিষ্কৃত হওয়ায় এর নামকরণ করা হয় মাংকিপক্স।
স্বাস্থ্য বিশেষজ্ঞ, সাধারণ মানুষ এবং বিভিন্ন দেশের মধ্যে আলোচনার মাধ্যমে নতুন এ নামটি ঠিক করা হয় বলে জানিয়েছে বিবিসি। বর্তমান নামটি ইংরেজিসহ যে কোন ভাষায় ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
স্মল পক্সের এই ধরনটি মধ্য এবং পশ্চিম আফ্রিকা অঞ্চলে বেশী পরিচিত। তবে চলতি বছরে পৃথিবীর অন্যান্য অঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায় ভাইরাসটিকে।
সূত্র: বিবিসি