প্রভাস
২০২০ সালেই ঘোষণা হয়েছিল হলিউডের মুভি 'র্যাম্বো'র হিন্দি রিমেক হবে এবং সেই ছবিতে অভিনয় প্রধান চরিত্রে টাইগার শ্রফের অভিনয় করার কথা ছিল। টাইগার শ্রফ সোশ্যাল মিডিয়ায় সেই ছবির পোস্টারও শেয়ার করেছিলেন। অথচ এখন ওই ছবির প্রধান চরিত্রের জন্য নির্মাতা টাইগারকে বাদ দিয়ে প্রভাসের কথা ভাবছেন। কারণ সম্প্রতি বেশ কিছু প্রজেক্ট নিয়ে টাইগার এতটাই ব্যস্ত যে, তিনি ‘র্যাম্বো’র রিমেকের জন্য সময় দিতে পারছেন না। টাইগার এই মুহূর্তে ‘গণপত’, ‘হিরোপন্তি টু’ এবং ‘বাগী ফোর’ নিয়ে ব্যস্ত। হিন্দি রিমেক ‘র্যাম্বো’র তৈরি করবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তাঁর সঙ্গে টাইগার ‘ওয়র টু’ করবেন, এমন খবরও শোনা যাচ্ছে। সিদ্ধার্থও নাকি চান না, দু’টি প্রজেক্ট একই নায়কের সঙ্গে করতে। সেই কারণে অ্যাকশন ধারার এই ছবির জন্য প্রভাসের কথা ভাবছেন নির্মাতা। যদিও বর্তমানে প্রভাসের হাতেও ছবির সংখ্যা অনেক। ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’ এবং নাগ অশ্বিন পরিচালিত আরও একটি ছবি, যেখানে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।
সম্পাদক: দিদারুল ইসলাম
প্রকাশক: আজিজুর রহমান মোল্লা
মোবাইল নাম্বার: 01711121726
Email: bartajogot24@gmail.com & info@bartajogot24.com