বিএনপি দিবাস্বপ্ন দেখছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা দুঃস্বপ্ন দেখছে। অচিরেই তাদের ক্ষমতাকেন্দ্রিক রঙিন খোয়াব কর্পূরের মতো উবে যাবে।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
এসময় নয়াপল্টনে সমাবেশ করা নিয়ে বিএনপি’র শীর্ষ নেতাদের বক্তব্যের জবাবে কাদের বলেন, এসব কথা যারা বলেছে তারা এখন গোলাপবাগ মাঠে। তাহলে পরাজয় কার হলো, আমাদের না বিএনপির? এখানে তাদের (বিএনপির) অর্ধেক পরাজয় হয়ে গেছে। একে তো পল্টনে সমাবেশ করতে পারেনি, আবার আন্দোলন কর্মসূচিতেও অর্ধেক পরাজয় হয়ে গেছে।
জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামীকাল আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।
তিনি বলেন, অনেক ছাড় দিয়েছি। আর ছাড় দেবো না। যারা দেশে গণতন্ত্র গিলে খেয়েছে, যারা ‘টেক ব্যাক’ বলে বাংলাদেশ তাদের হাতে গেলে গোটা দেশ গিলে খাবে।
সাংবাদিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক বন্ধুরা সত্যটা তুলে ধরুন। কিছু কিছু মিডিয়া বিএনপিকে ক্ষমতায় আনার জন্য প্রতিযোগিতায় নেমেছে। তাদের সময় মতো জবাব দেয়া হবে।
এসময় নয়াপল্টন থেকে গোলাপবাগে সমাবেশ করাকে বিএনপির ‘শুভবুদ্ধির উদয়’ বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।