বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বডিউল সুপারস্টার অক্ষয় কুমার। করোনায় আক্রান্ত হওয়ার এক দিন পর নিজেই টুইট করে জানিয়েছেন এ খবর। শারীরিক অবস্থার পরিস্থিতির কথাও টুইটে উল্লেখ করেছেন।
গতকাল (৪ এপ্রিল) সোমবার সকালে অক্ষয় কুমার এমন এক টুইট করেছেন, ‘আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। প্রার্থনার সুফল পাচ্ছি আমি। সুস্থ হচ্ছি ধীরে ধীরে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি আছি। খুব তাড়াতাড়ি ছাড়া পাব বলেই আশা করছি। নিজেদের খেয়াল রাখুন’।
রবিবার অক্ষয় কুমারের করোনা আক্রান্ত হওয়ার খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই ‘রাম সেতু’ ছবির কলাকুশলীদের করোনা পরীক্ষা করানো হয়। সূত্রের খবর, ১০০ জনের করোনা পরীক্ষা করে ৪৫ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। শুটিং সেটে সংক্রমণ ছড়িয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ‘রাম সেতু’ ছবির শুটিং।