
সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে ইব্রাহিম হোসেন বিপ্লবকে সভাপতি এবং মো. বেল্লাল হোসেন সাগরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
গত (১০ মে) মঙ্গলবার একযোগে ঢাকার আটটি সুপার ইউনিটের নতুন কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এরমধ্যে বাঙলা কলেজও রয়েছে। ১৩ সদস্যদের আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোকলেছুর রহমানকে। সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে মেহেদী হাসান মিলনকে।
এছাড়া চারজনকে সহসভাপতি করা হয়েছে। যুগ্ম সম্পাদক চারজন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফয়সাল রেজাকে।
ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।