bartajogot24@gmail.com সোমবার, ২রা অক্টোবর ২০২৩, ১৭ই আশ্বিন ১৪৩০
ব্রেকিং:
  • ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮৮৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩ সরকারি প্রতিষ্ঠানের কাছে তিতাসের পাওনা ১৬৫৭ কোটি টাকা ভারতে যাত্রীবাহী বাসে আগুন, ২৫ জনের মৃত্যু সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে মামলা গভীর রাতে হঠাৎ চরমোনাই পীরের দরবারে জাহাঙ্গীর, ফয়জুলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক পাকিস্তানের চোখের পানিতে এশিয়া কাপের তারিখ ঘোষণা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন

গুলশান-বনানীতে মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

বাতাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৩, ১৯:৩৭

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ শনিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া আগামীকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে বাসসহ অন্যান্য যান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ থাকবে।

শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকার যেসব এলাকা ঢাকা-১৭ আসনের আওতায় পড়েছে, সেসব এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

রোববার দিবাগত মধ্যরাত ১২টা থেকে সোমবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ঢাকা-১৭ আসনের আওতাধীন এলাকায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন নিষিদ্ধ থাকবে। যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে সেগুলো হলো— বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনসহ বিভিন্ন প্রয়োজনে বাস্তবতার নিরিখে ও স্থানীয় বিবেচনায় এসব যানবাহন ছাড়াও একই ধরনের যেকোনো যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আগামী সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে হবে ভোটগ্রহণ। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৭ জুলাই ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর