
বাগেরহাটে ইট বোঝাই একটি ট্রলির ধাক্কায় ভ্যানের দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
নিহত রেশমী বেগম (৫০) বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী এবং সালাম খান (৪২) কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে।
আজ বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই রেশমী বেগম নিহত হন। আহত ভ্যানচালক ও অপর এক যাত্রীকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানযাত্রী সালাম খানকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ভ্যানচালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইট বোঝাই একটি ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলির চালক পলাতক রয়েছে।