
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও পাঁচজন।
আজ মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সদর উপজেলার হরিদাসপুর ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি বাস হরিদাসপুর ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। এসময় আহত হন আরও পাঁচজন।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ট্রাক চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।