bartajogot24@gmail.com সোমবার, ২রা অক্টোবর ২০২৩, ১৭ই আশ্বিন ১৪৩০
ব্রেকিং:
  • ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮৮৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩ সরকারি প্রতিষ্ঠানের কাছে তিতাসের পাওনা ১৬৫৭ কোটি টাকা ভারতে যাত্রীবাহী বাসে আগুন, ২৫ জনের মৃত্যু সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে মামলা গভীর রাতে হঠাৎ চরমোনাই পীরের দরবারে জাহাঙ্গীর, ফয়জুলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক পাকিস্তানের চোখের পানিতে এশিয়া কাপের তারিখ ঘোষণা

‘বড় মেয়ে’ হয়ে এলেন রুনা খান

বিনোদন ডেস্ক:

প্রকাশিত:
১০ জুলাই ২০২৩, ১৫:৩৭

ছবি: সংগৃহীত

সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সম্প্রতি নিজের ওজন কমিয়ে লুক পরিবর্তন করে চমকে দিয়েছেন তিনি। ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম ‘বড় মেয়ে’ নামের নাটক। কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে এই নাটক। এতে নাম-ভূমিকায় দেখা গেছে তাকে। লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহাজাদা ইসলাম শায়খ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, ‘দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে স্যাক্রিফাইস, মমতা সেই চিত্র এতে ফুটে উঠেছে। পাশাপাশি দেখা যাবে সব ত্যাগ করে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প। আমার বিশ্বাস এ নাটকটি সব শ্রেণির দর্শকের হৃদয়ে দাগ কাটবে।’

পরিচালক শাহাজাদা ইসলাম শায়খ বলেন, ‘এটি পারিবারিক আমেজের একটি গল্প। বাবা, মা, ভাই-বোন সবাইকে নিয়ে দেখার মতো নাটক। আমি মনে করি এ নাটক পারিবারিক সম্পর্কের প্রতি আমাদের সচেতন করবে।’

নাট্যকার লিমন আহমেদ সাংবাদিকদের বলেন, “বহু বছর আগে ঋত্বিক ঘটক ‘মেঘে ঢাকা তারা’ নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতু চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান৷ আবার নীতুর মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে অনেকে। এই অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই তারই বার্তা দেবে বড় মেয়ে।”

প্রযোজক জুলকারনাইন ভুঁইয়া গণমাধ্যমকে জানান, ‘বড় মেয়ে’ নাটকটি পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ৭ জুলাই। এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী, সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর