প্রকাশিত:
১৪ জুন ২০২৩, ১৪:২২
যারা ইউটিউবে ভিডিও বানান, তাদের জন্য আসছে দারুণ সুখবর! এখন থেকে সাবস্ক্রাইবার কম থাকলেও মনিটাইজ হবে ইউটিউব অ্যাকাউন্ট। গুগল মালিকাধীন এই ভিডিও প্ল্যাটফর্ম ঘোষণা করে জানিয়েছে যে, এবার থেকে ৫০০ সাবস্ক্রাইবার থাকলেও টাকা আয় করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা।
দ্য ভার্জের খবরের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বারতীয় সংবাদমাধ্যম মিন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, নূন্যতম সাবস্ক্রাইবার কাউন্ট ১০০০ থেকে কমিয়ে ৫০০ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পাশাপাশি ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ হওয়ার জন্য যে সব শর্ত রয়েছে সেগুলিও কমিয়েছে সংস্থা, যাতে মনিটাইজেসনের সংখ্যা বৃদ্ধি পায়।
এর আগে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে হত ক্রিয়েটরদের। যার মধ্যে অন্যতম শর্ত হল ১,০০০ সাবস্ক্রাইবার। যা এদিন কমিয়ে ৫০০ সাবস্ক্রাইবার করা হয়েছে। এ ছাড়া ওয়াচ হাওয়ার কমানোরও সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।
ওয়াচ আওয়ার (ভিডিও দেখার সময়) ৪,০০০ থেকে কমিয়ে ৩,০০০ করা হয়েছে। শর্টস ভিডিওর ক্ষেত্রে ভিউ ১০ মিলিয়ন থেকে হ্রাস করে ৩ মিলিয়ন করা হয়েছে। জানা গিয়েছে, এই নতুন নিয়ম প্রাথমিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ায় চালু করা হবে।
এবার থেকে সাবস্ক্রাইবার কম থাকলেও ক্রিয়েটররা একটি নির্দিষ্ট রেভেনিউ-এ পৌঁছতে পারবেন এবং একই সঙ্গে দর্শক সংখ্যাও বাড়াতে পারবে। তবে যে সব চ্যানেল ইতিমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে শর্ত মেনে চলছে তাদের এই নিয়ম নিয়ে ভাবার দরকার নেই।
সাবস্ক্রাইবার কম এবং উপার্জন না হওয়ায় অনেকেই ইউটিউবে ভিডিও বানানোর উত্সাহ হারিয়ে ফেলেন। তবে এই সিদ্ধান্ত অনেক ছোট ছোট শহরের কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না।
আসন্ন দিনগুলিতে তারা তাদের সীমিত পরিধি ছাড়িয়ে একটা ভালো পরিমাণ দর্শকের কাছে পৌছতে পারবে। পাশাপাশি নিজেদের দক্ষতার মাধ্যমে অল্প সাবস্ক্রাইবার এবং কম শর্টস ভিউ- থেকেও মোটা টাকা উপার্জন করতে পারবে।
মন্তব্য করুন: