
একজন অসহায় মা'কে তার মানসিকভাবে অসুস্থ সন্তানকে ফিরে পেতে সাহায্য করুন। এই ছেলেটি কারো নজরে পড়লে তাৎক্ষণিকভাবে নিম্নলিখিত মুঠোফোনে কল করে অভিভাবককে খুঁজে পেতে সাহায্য করে একজন অসহায় ও অসুস্থ মায়ের তীব্র কষ্ট দূর করুন।
নিখোঁজ ছেলেটির
নামঃ হুমায়ন কবির
পিতাঃ মরহুম কবির আহমদ
মাতা:মাবিয়া বেগম
বয়স: ২১ বছর
ঠিকানাঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোহাজারীর উত্তরে দেওয়ান হাটের পশ্চিমে খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট সংলগ্ন বিসানা বর বাড়ী।
নিখোঁজ হুমায়ুন কবির মানসিক ভাবে অসুস্থ একজন রোগী। নিজের বাবা না থাকায় সে গত ০২/০৭/২০২২ তারিখ শনিবার তার অসুস্থ মা ও চাচাত মামার সাথে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিল।
মেডিকেলের নিচে মামার সঙ্গে ঔষধ কিনতে গেলে সেখান থেকে মুহূর্তেই হারিয়ে যায়! আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আগে কথা বলতে পারলেও সে এখন কথা বলতে পারেনা। বর্তমানে সে বলতে গেলে অনেকটা বাক প্রতিবন্ধীর মতো। হারানোর সময় তার গায়ে সাদা শার্ট এবং লুঙ্গি পরানো ছিল। কোনো ব্যক্তি যদি তাহার খোঁজ পেয়ে থাকেন তাহলে তার অসুস্থ এবং শোকাহত মায়ের কাছে তাকে ফিরিয়ে দিতে এগিয়ে আসুন।
যোগাযোগঃ
ফুফাতো ভাইয়ের মোবাইল নাম্বার: 01777930954, 01822339940