bartajogot24@gmail.com সোমবার, ২রা অক্টোবর ২০২৩, ১৭ই আশ্বিন ১৪৩০
ব্রেকিং:
  • ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮৮৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩ সরকারি প্রতিষ্ঠানের কাছে তিতাসের পাওনা ১৬৫৭ কোটি টাকা ভারতে যাত্রীবাহী বাসে আগুন, ২৫ জনের মৃত্যু সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে মামলা গভীর রাতে হঠাৎ চরমোনাই পীরের দরবারে জাহাঙ্গীর, ফয়জুলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক পাকিস্তানের চোখের পানিতে এশিয়া কাপের তারিখ ঘোষণা

সৌদিতে নিহতদের লাশ আনবে সরকার

বাতাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৩, ১৯:৩৫

ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল হুফুফ শহরের বাণিজ্যিক এলাকায় একটি ফার্নিচার ওয়ার্কশপে অগ্নিকান্ডের ঘটনায় ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় তাদের পরিচয় মিলেছে। তাদের লাশ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। লাশ আনতে যাবতীয় খরচ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে যাবতীয় আর্থিক সহায়তাও দেয়া হবে।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মহাপরিচালক হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

হামিদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে লাশ আনার ব্যাপারে এখনো কোনো আবেদন করা হয়নি। আমরা লাশ আনাসহ যাবতীয় প্রক্রিয়া শুরু করেছি। এ বিষয়ে আমাদের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের সংশ্লিষ্টদের কথা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির লাশ আনার বিষয়টি সবার আগে প্রধান্য দেয়া হচ্ছে।

মহাপরিচালক আরও বলেন, লাশগুলো দেশে আনা হবে। এজন্য একটু সময় লাগবে। কারণ তারা পুড়ে মারা গেছেন। দেশটির থানা পুলিশের পক্ষ থেকে কোনো মামলা হবে কিনা এবং মামলা হলে তারা কিভাবে লাশগুলো হস্তান্তর করবে সেটাও একটা বিষয়। তবে লাশ বুঝে পাওয়ার পর সরকারের খরচে দেশে আনা হবে।

নয় বাংলাদেশি নিহতের ঘটনায় তাদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে যে সহায়তা দেয়া দরকার তার সবটুকুই করা হবে বলেও জানান তিনি।

সৌদিতে নিহতরা হলেন— আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামানিক, সাইফুল ইসলাম, রুমান, মো. ফিরোজ সরদার আলী এবং রব হোসেন। 

আহতদের মধ্যে দু’জন কিং ফাহদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এবং নিহতদের মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর