bartajogot24@gmail.com সোমবার, ২রা অক্টোবর ২০২৩, ১৭ই আশ্বিন ১৪৩০
ব্রেকিং:
  • ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮৮৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩ সরকারি প্রতিষ্ঠানের কাছে তিতাসের পাওনা ১৬৫৭ কোটি টাকা ভারতে যাত্রীবাহী বাসে আগুন, ২৫ জনের মৃত্যু সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে মামলা গভীর রাতে হঠাৎ চরমোনাই পীরের দরবারে জাহাঙ্গীর, ফয়জুলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক পাকিস্তানের চোখের পানিতে এশিয়া কাপের তারিখ ঘোষণা

ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, চালকের মৃত্যু

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৩, ১৪:৩১

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের মান্দারীতে ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রাতুল (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের চালক ছিলেন। সোমবার (৩ জুলাই) সকালে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের মান্দারী বাজারের পূর্বে এ ঘটনা ঘটে। 

রাতুল কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হারুয়া গ্রামের আবদুর রহিমের ছেলে। 

স্থানীয়রা জানায়, চৌমুহনী থেকে থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রাতুলের মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, গাড়ি দুটি এবং মরদেহ পুলিশের হেফাজতে আছে। ট্রাক চালক পালিয়ে গেছে। নিহত রাতুলের দেশের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের আবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বলে জানান তিনি। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর